অব্যক্ত আবেদন,চির ক্রন্দন
গ্রথিত করেছি তারে শত কামনায়।
আশায়-নিরাশায়,যত ভাবনায়
ডুবে মরেছি মম মাঝে-
অস্পৃশ্য নির্লজ্জ ঘৃণায়।।
চেয়েছি হারাতে কামনার মাঝে
কামনার তরে লাজ মারি পিছে!
মম অপাঙ্গেয় মন,উদ্ধত কামনায়-
বিষের বীজে বিবেক ভাসে হাওয়ায়!!
মোর চাতক মন, নিজেকে হারায় যতক্ষণ
করিনি বারণ,অকারণ কারণ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



