আমি ভালবাসি কাকে?
মাকে ? নাকি তাকে ?
একবার ভাবি মাকে -
পরক্ষণেই মনে হয় নাহ্ তাকে !
সে আমার ভালবাসা পূর্ণ করেছে
প্রেম দিয়ে,কাম দিয়ে
আর মিষ্টি কিছু অভিমান দিয়ে ।
মা ভালবাসার ঘর ভরিয়ে দিয়েছে
আদর দিয়ে,স্নেহ দিয়ে,
কখনো কখনো শাসন দিয়ে।
তাই দ্বিধার দোলাচলে দুলতে দুলতে
সে দোলনাতেই ঘুমিয়ে পড়ি -
সমাধান মেলে না।
আবেগের শাসনে তাড়িত হয়ে
ওকে হয়তো বেশিই ভালবাসি!!
বাস্তবতা আমাকে
মায়ের সামনে শিশু করে রাখে,
নিশ্চুপ,নিরুত্তাপ থাকে মন।
আর সে ?
মনকে করে আয়েসী,শিহরিত !
তাই,
কখনো সংকোচে,কখনো বা স্বেচ্ছায়,অভিমানে
মাকে বঞ্চিত করি।
সে যখন আমাকে কাম দিয়ে, প্রেম দিয়ে
পূর্ণতা দেয়
তখন মায়ের নিষ্কাম ভালবাসা
বড় অপ্রয়োজনীয় মনে হয়।
তবু দ্বিধা কাটে না।
যৌবনে না হয় তাকে পেয়েছি
কিন্তু আমার জীবনের আলোদাত্রী -
সে তো মা-ই।
আমি আমার জীবনটাকে প্রচন্ড ভালবাসি।।
যার একটি অংশ তাকে দিয়ে ঘেরা -
আমার কামনার বীজে।
কিন্তু সমগ্রটা যে একটি সত্তায় আলোকিত
সে আমার জীবন দেবী -
আমার মা।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



