আমার শিরনামটি দেখে অনেকে বেশ অবাক হচ্ছেন জানি। কিন্তু কি করবো বলুন ? এর চাইতে আর ভাল কিছু বলার মত পেলাম কই ?গত মাস দু এক ধরে একের পর একটি ঘটনা আসলেই দেশ টি শেষ পর্যন্ত কথায় নিয়ে যায় তা কি সত্যি করে কেউ বলতে পারেন?
বলতে পারেন এমনই কিছু নৈরাশ্যের কারনেই আমার এই লিখা। কেন না আমরা অনেকেই ইতিহাস জানলেও এর কাছ থেকে শিক্ষা টা নেবার চেষ্টা করি না। আমি আমার ব্যাক্তিগত মতামত থেকে ইতিহাসের প্রেক্ষাপট গুল্ কে মূল্যায়ন করবো, জানিনা কতটা ঠিক হবে ,কিন্তু চেষ্টা থাকবে নির পেক্ষ তা বজায় রেখে তাকে সুবিচার করা।
বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আর আমদের আজকের পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে হলে আমাদের জানা উচিত এ দেশের ( ভূ খন্ডে) রাজনৈতিক ভাব ধারার উন্মেষ কি ভাবে? কিভাবে আমরা ( বাঙালি) রা রাজনৈতিক চিন্তা চেতনায় উদ্ভুদ্ধ হলাম?
ব্রটিশ শাসন আমল থেকেই মূলত আমরা অর্থাৎ ভারতীয় জাতি গোষ্টির মাঝে অল্প বিস্তর রাজনৈতিক মনভাবের বিকাশ লক্ষ করা যায়,আরো ভাল ভাবে বললে বলা যায় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর যখন ভারত শাসন আইন ১৯৫৮ দ্বারা অল্প পরিমানে গনতান্ত্রিকতার চর্চাকে হালাল করা ছিল। সেকারনে বলা যায় ইংরেজ আমদের কতক টা রাজনৈতিক ভাবে চিন্তার দ্বার খুলে দিয়ে ছিল।
এই সমসামিক প্রেক্ষাপটে সারা বিশ্বে তখন সামগ্রিক পরিবর্তনের হাওয়া চলছিল। সামান্ততান্ত্রিকতা আর সাম্রাজ্য নির্ভর বিশ্ব পরিমন্ডলে জাতি বোধের চেতনা তখন দানা বাধতে শুরু করেছে সবে। সারা বিশ্ব্বে মানুষ তখন বেশ সচেতন। পূর্ব শতাব্দিতে শিল্পবিপ্লবের কারনে ইউরোপ তার ঔপনিবেশ গুলতে তার অবস্থান সঙহত করতে ব্যতিব্যস্ত। সমাজতন্ত্রবাদ , নৈরাজ্যবাদ আর মার্ক্সিজম এসব মতবাদ গুল যখন ইউরোপের সূতিকা্গৃহে নাড়িকাটায় ব্যস্ত তখন এই উপমহাদেশের মানুষ গুল রাজনৈতিক ভাবে ততটা অগ্রসর হতে পারে নি। কিছু সামাজিক সংস্কার , সার্বিক শিক্ষার দিকে ঝুকে ব্রিটিশ সরকারের নেকনজরের থাকার আপ্রান প্রয়াশ স্বরূপ নানা ইউরপীয় রীতি নীতি কে এক রকম অন্ধ অনুকরন ছাড়া আর তেমন উল্লেখ যোগ্য কোন উন্নয়ন দেখা যায় না। এ প্রসঙ্গে বলা যেতে পারে এই সময় টাতেই প্রথম নিখিল ভারতীয় প্রথম রাজনৈতিক দল ভারতীয় ন্যাশনাল কংগ্রেস এর প্রতিষ্ঠা লাভ হয় । তা আবারো অই ইংরেজ পথিকৃত আলান অক্টাভিয়ান হিউমের হাত ধরেই ১৯৮৫ সালে । মূলত প্রাথমিক ভাবে ভারতে বৃটিশ শাসনের পক্ষের শক্তি হিসেবে আবির্ভাব হলেও পরবর্তিতে ১৯০৭ সালের দিকে চরম পন্থি এবং মডারেট পন্থি দূট অংশ তৈরি হয়। আসলে ইংরেজ সরকারের উপুর্যপুরি বাধারে সম্মুখীন হয়ই এই ভাঙ্গন।
এর ই মধ্যে বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটের নানা পরিবর্তনের আবর্তে প্রথম বিশ্ব যুদ্ধের পর পর ভারত শাসন আইন ১৯১৯ নতুন করে সাজানো হয়। চলবে......
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



