আগামী বছরে ক্রিকেট্ ওয়াল্ড কাপ। বাংলাদেশ একটা হোস্ট কান্ট্রি। কিন্তু প্রচার প্রচারণার কোন বালাই দেখছিনা।
তাছাড়া উদ্ধোধনী অনুষ্ঠান হবে এখানে। জাঁকজমক করতে হলে তো অন্তত বছরখানেক আগ থেকে সাজানো শুরু করা দরকার। কিন্তু কর্তৃপক্ষ আদতে ফুটবলম্যনীয়াই দুর করতে পারেনি দেশ থেকে।
এটা বাংলাদেশের জন্য একটা প্রেস্টিজ টুর্নামেন্ট। বাংলাদেশ কে ঐক্যের বন্ধনে বেঁধে দিতে পারে এই টুর্নামেন্ট। এইযে এত রাজনৈতিক কলহ সবকিছুই তো বন্ধ রাখা যাবে এই সময়।
তার উপর খেলাধুলার প্রতি তরুণদের মনোযোগ অপরাধ কমায়। গত মাসের ফুটবল বিশ্বকাপই তো প্রমাণ।
কিন্তু বিপরীত দিকে বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিক ব্যর্থতা আমাদের ক্রিকেট প্রেমকে ক্রমেই দমিয়ে দিচ্ছে।
সবদিক বিবেচনা করে নিচের কাজগুলো সরকারের হাতে নেয়া উচিত।
১. বিশ্বকাপ উপলক্ষে স্কুল গুলোতে প্রীতি টুর্নামেন্ট আয়োজন করে আগাম প্রচারের ব্যবস্থা করা।
২. বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সাথে দেশের এই প্রেস্টিজ ইস্যু নিয়ে কথা বলা।( রাজনীতির মানসিকতা না নিয়ে)
৩. বিভিন্ন ওয়েব ভিত্তিক প্রচারণা এখন থেকেই শুরু করা।
৪. জাতীয় দলের হতাশার বিপরীতে সাধারণত আমাদের তরুণ দল ও মহিলা দল গুলো ভাল খেলে। এদেরকে বিভিন্ন ম্যচ খেলালে ক্রিকেট প্রিয়তা বৃদ্ধি পাবে।
৫. বাংলাদেশের কিছু তারকা ক্রিকেটার তৈরী করে বা ক্রিকেটারদের তারকা বানিয়ে সাধারণ মানুষের মাঝে একটা উন্মাদনা সৃষ্টি করা যায়।
৬. সর্বোপরী দেশের সার্বিক নিরাপত্তা দৃশ্যত বৃদ্ধি করে এবং পর্যটন স্পট গুলো উন্নত করে সার্বিক প্রস্তুতি গ্রহণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




