"অন্ত"
হারিয়ে যাওয়ার সে সময় তোমাকে দেখেনি দু চোঁখ,
তবুও যেন দেখে চোঁখ বুজলেই ...........................!
হৃদয় পটে একেছিলাম হয়তো কোন ছবি,
না কোন তুলি বা রং পেনসিল দিয়ে নয় ।
রক্তের কনা দিয়ে সাজিয়ে আঁকা সে ছবি।
কোন আর্ট পেপারে নয়,
কোন এক মানবিক বিবেকের দেওয়ালে,
তুমি আছো অম্লান, থাকবে হারিয়ে যাওয়ার
সেই সময় পর্যন্ত !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


