ইউ এনে প্যলেস্টাইন প্রতিনিধির এই চমকপূর্ন বক্তব্যের সূচনা পৃথিবীর মানুষের কাছে ইসরাইলের গ্রহনযোগ্যতা নিয়ে ভাবতে বাধ্য করেছে। নিচে সূচনাটা দেয়া হলঃ
আমি আমার বক্তব্য শুরু করার আগে একটি মূসা (সাঃ) এর একটি গল্প বলতে চাই।
মূসা(সাঃ) পাথরকে আঘাত করে পানি বের করার পর চিন্তা করলেন, কি করা যায় এই পানি নিয়ে। সুতরাং প্রথমে চিন্তা করলেন, গোসল সেরে নেয়া যাক।
তিনি তার কাপড় খুলে পাশের পাথরে রেখে পানিতে নামলেন। গোসলের পর পানি থেকে বের হয়ে দেখেন, তার কাপড় নেই।
একজন ইসরাইলী কাপড়টা চুরি করেছে।
তখন ইসরাইলী প্রতিনিধি লাফ দিয়ে উঠে রাগান্নিত স্বরে বললেন “কি আজে বাজে কথা বলছেন? তখন ইসরাইলই ছিল না।“
প্যলেস্টাইন প্রতিনিধি মুচকি হেসে বল্লঃ “আমি আমার বক্তব্যের সারমর্ম সবার কাছে পরিস্কার করতে পেরেছি। এখন আমি আমার বক্তব্য শুরু করছি…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



