একটি সত্য ঘটনা নিয়ে আমার আজকের লিখার চেষ্টা। ঘটানা আমার বিদেশী বন্ধুর সহকর্মীর কাজিনকে নিয়ে।
সেই বন্ধুর কাজিন (ধরি নাম মেল) কাজ করে টাকা পয়সা জমিয়ে ইউ.।এস.।এ তে ঘুরতে গেল। বাইরে মেলা মেশা স্বাভাবিক ব্যপার। সুতরাং ওখানে একজন ছেলের সাথে পরিচিত হল। পরিচয় থেকে প্রনয় পর্যন্ত গড়াল। এভাবে ২ মাস পর মেল যখন সিডনি ফেরত আসার জন্য বিমানে চড়বে, এর আগে তার ছেলে বন্ধু তাকে একটি সুন্দর কৌটা দিল। বল্ল এটা তে তোমার জন্য সারপ্রাইস আছে। ল্যন্ড করার আগে খুল না।
মেল অনেক খুশি হয়ে কথা দিল ল্যন্ড করার আগে খুলবে না। আবার দেখা হবে বলে প্লেনে চড়ে যাত্রা করল। দীর্ঘ যাত্রায় তার মনে পরছিল সেই কৌটার কথা। আবেগে ভেসে যাচ্ছিল মনে করে তার জন্য উপহারের কথা মনে করে। স্বপ্ন দেখছিল আবার কবে দেখা হবে।
কিন্তু কথা রাখতে পারেনি মেল। প্লেনের মধ্য যাত্রার পথেই কফি ব্রেকের সময় আবেগে সহ্য করতে না পেরে কৌটাটা খুলে ফেলে সে।
জানেন কি পায় কৌটার মধ্যে?
একটি কাগজ যাতে লিখা আছে " এইডসের দুনিয়াতে স্বাগতম"
----------------------------------------------
সিডনীতে এসে পরীক্ষা করে তার এইচ আই ভি পজিটিভ ধরা পরে (প্রাথমিক পর্যায়)। এর পর সে অনেক চেষ্টা করে ও তাকে খুজে পায়নি। ইউ.।এস.।এ তে গিয়েও চেষ্টা করেছে।জানার জন্য কেন তার সাথে এমন করল। কিন্তু তাকে খুজে পায়নি। কোটি মানুষের ভিড়ে হারিয়ে গেছে।
আমি গল্পে এমন অনেক শুনেছি কিন্তু বাস্তবে এই প্রথম কারো সাথে কথা বলা। বাস্তব গল্পের চেয়ে কঠিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



