একান্তে প্রকম্পিত ব্যাপক বিস্তারে;
যেন উচ্চতর
কামনার সাধ, শুধু বালির বাঁধ --
সব একাকার আজি অন্ধকারে।
ছাইয়ের রঙের মতো
আথবা রক্তাবতী মিশমিশে কালো
আন্ধকারে,
প্রবাহের প্রাক্কালে প্রত্যক্ষ প্রবল,
দুধসাদা আকাশের ক্যানভাসে তার
অরণ্য ধবল।
অধীর আগ্রহের ভারে
কাপালিক চোখে নেমে আসে ঘুম,
আর আসে সার্থকতা,
বিস্ফারিত নির্জনতায়
এঁকে দিয়ে যাবে কেউ সর্বনাশা চুম।
তথাগত রায়
জুলাই, ২০০৪
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




