প্রবহমান প্রহরীর অভিশাপময়।
অবগাহনের উন্মত্ততার উত্তোলন যত,
অনন্ত আগ্রাসনের চিড় তত নয়।
রক্তজবার লাল হেন,
ভীরু লালে কন্দর্ভ তিরস্কার -
নদের প্রায়শ্চিত্ত আর আকন্ঠপানের মোহ
গোধুলীর নিমলালে ঈষৎ অন্ধকার।
অন্ধকার চর্বিত আজি, চর্চিত বিরহে
নদ অনাদি উচ্চকিত স্বরে শুধু বহে।
শৃঙ্খলিত জলরাশি, শৃঙখলিত আশা,
হেরিয়াছি নিকষ কালো ক্ষুব্ধ ভালোবাসা।
তথাগত রায়
জুলাই, ২০০৪
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




