জাগ্রত ধমনী বেয়ে, প্রাকবিবর্তনের
মতো। ছায়ানাগিনীর ছোবলসম
অর্ধসিক্ত একান্ত অধিকার।
ছেয়ে যায় রুদ্রতমালিকা কতো!
একবার, আবার, বারংবার।
অগত্যা সন্ধ্যা নামে,
গোধূলীর খুনি খুনি রক্তলাল ছোপে।
মৃত্যুকুপের গহীনে যেন আঁকে
অবারিত, নির্বাসিত রূপে।
একাধারে শতধারে নিরদ কল্লোলের ছায়া,
আমি একা পড়ে থাকি, চিত্রসম,
আর থাকে নির্লিপ্ত অন্ধকার কায়া।
তথাগত রায়
জুলাই, ২০০৪
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৮ দুপুর ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




