
একবার আলাপচারিতায় আমাকে সাবেক এক মন্ত্রীর পি.এ (ব্যক্তিগত সহকারী) আফসোস করে বলতেছিলো, ভাই, টাকা কামাইতে কম কামাইনো। দুই হাতে কামাইসি। আজ নিজের ভুল সিদ্ধান্তের কারণে টাকা টা ধরে রাখতে পারিনি।
: কি ভুল সিদ্ধান্ত?
: বৌ আর বাচ্চা কে কানাডা পাঠাইছিলাম। কিন্তু... মূর্খের জাত বসে বসে টাকা খরচ করছে। কোন কাজে লাগাতে পারেনি। টাকাটা সিস্টেমে দেশে রাখলে এখন নিশ্চিন্তে থাকতে পারতাম!
এই সার্কুলারটা দেখে আমার কথাটা মনে পড়লো। চুরি-চামারি করে কামানো টাকা শুধু পাচার করলে হয় না, এর ব্যবহার জানতে হয়! আর টাকার যথাযথ ব্যবহার তথা বিনিয়োগের জন্য নিজ দেশের বিকল্প নেই। অবশেষে, সরকারও বুঝতে পারলো পাচার হওয়া টাকা থেকে থাকাটা কত জরুরি। এই সার্কুলার অনুযায়ী, ১ লাখ টাকায় ৭ হাজার টাকা কর প্রদান করে আপনার বিদেশে থাকা অপ্রদর্শিত টাকা (পাচার করা টাকা পড়বেন না!) ব্যাংকিং চ্যানেলে এনে আয়কর রিটার্নে প্রদর্শনের মাধ্যমে দায়মুক্তি পেতে পারেন। এ সুযোগ সীমিত সময়ের জন্য!
বিঃদ্রঃ এই পোস্ট পাচারকারী চোরদের উৎসাহ দেওয়ার জন্য নয় বরং অনেকের বৈধ উপার্জিত টাকাও আয়করে দেখাতে পারেন নি বা পারছেন না, তাদের জন্য দেওয়া।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




