যে দেশে আমার আপনার মা বোন নিরাপদ না সে দেশকে আবার কি ভাবে স্বাধীন বলে দাবি করি আমরা?
যে দেশে প্রকাশ্যে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয় সে দেশ কি আসলেই স্বাধীন?
যে দেশে প্রতিদিনই তনুর মত মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয় সে দেশ কি স্বাধীন!!
স্বাধীনতাকে কখনও চোঁখে দেখিনি। বই পড়ে অথবা মা বাবার কাছে থেকে শুনেছি। কিন্তু বিশ্বজিৎ আর তনুর মত অনেক ছেলে মেয়েদের ঘটনা নিজের চোঁখে দেখছি। জোহার মত অনেককে গুম হতে দেখেছি!
তাহলে কোনটা বিশ্বাস করবো এখন? ইতিহাস নাকি নিজের চোঁখকে? আমরা কি আসলেই স্বাধীন?
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




