একটা অদ্ভুত ভাললাগা থেকে লিখতে বসেছি।
জানি না এ চিঠি আপনারা পড়বেন কিনা। না পড়লেো কিছু আসে যায় না।
আমি বসেছি আপনাদের ধন্যবাদ জানাতে। হ্যা, প্রাচ্যনাট-এর সকলকে, আপনাদের রাজা নাটকটির জন্যে।
জানি এটা আমার ব্যার্থ চেষ্টা হবে, এর চেয়ে ঢের ভাল ছিল থামতে না থাকা করতালি।
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এ সময়কে এর থেকে ঢের ভাল তুলে ধরতেন জানি, তবু বলি Guillermo del Toro -র pans labyrinth এ যেমন অদ্ভুত নাটকিয়তায় সময়ের সাথে ঘুরে বেরাই,
তার সাথে video গুলো যেন Michael Moore -এর ডকুমেন্টেসন । এ এক নতুন রাজা ।
এ কথা বলার জন্যে-ও আমি লিখছিনা। শুধু যখন ঠাকুরদা সবাইকে সূর্যের দিকে ফু দিতে বলে তখন মনে হলো কবিগুরুর দেশে মাথার উপরে সূর্যের মত জ্বলজ্বল একটি প্রতিষ্ঠান আছে যাকে নিয়ে কিছু বল্লে অবমাননার অভিযোগে নিষ্চত হাজতবাস। যদিও বলার আছে অনেক কিছু।
৯৮-এর গ,ঘ নিয়ে যখন বুদ্ধিজীবিদের বিস্তর মাথা ব্যাথা, তখন মনে হয় কি প্রয়োজন ওই পুস্তিকার, মানুষের সত্যিকারের আশা আকাঙ্খা কি মূল নয়। এইসব টকশো-তো কাঞ্চীরাজের কৌশল ছারা কিছু নয়।
থাক ওই পুস্তিকা এর চেয়ে রবীন্দ্রনাথ ঢের শ্রেয়।
এ চিঠি কেবলমাত্র রবীন্দ্রনাথকে নতুন করে মনে করিযে দেবার জন্যে ধন্যবাদ হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




