হে নারী তুমি জেগে ওঠো এ পৃথিবীতে
তোমার ছোঁয়ায় সুন্দর হোক এ ধরা ।
জেগে ওঠো নারী
শির উঁচু করা পাহাড়ের মতো,
আকাশের মতো সীমাহীন হয়ে জেগে ওঠো ।
চাঁদের মতো হাসি ছড়িয়ে দাও,
এ বিশাল ব্রক্ষ্রান্ডে ।
তুমি জেগে ওঠো নারী
প্রতিদিনের সকালের সূর্য্যের মতো ।
জোয়ার ভাটার মতো জেগে ওঠো,
দুঃখ বেদনা,হিংসা-বিদ্বেষ
ভাসিয়ে নিয়ে যাও ।
তুমি জেগে ওঠো নারী
সকালের শিশির ভেজা ঘাসের মতো
তুমি গোলাপ ফুলের মতো ফুটে ওঠো ।
তোমার আঁচলের ছায়ায় ঢেকে রাখো এই সুন্দর পৃথিবী ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



