মন চায় চলে যাই অজানার দেশে
ভালোবাসা ভরা এক মায়া পরিবেশে,
যেই দেশে থাকবে না ছলনার ঢল
থাকবে শুধুই পাশে প্রিয় পরিজন ।
দিনভর স্রোসতস্বিনী কলকল রবে
বয়ে যাবে প্রিয় সখা সাগরের পানে ।
পুষ্প শোভন করে কাননে রয়ে
মনোরম সুভাসে মোহিত করে ।
সুখ পাখি গান গায় বৃক্ষের শাখে
রাখালের বাঁশি বাজে সুমধুর সুরে ।
যেথা গেলে মেঠো পথ পড়বে চোখে
দুধারে ধানের শীষে সমীরণ বহে ।
চাঁদ মামা লুকোচুরি খেলা যাবে ভুলে
জোছনা ছড়াবে সবার হৃদয়ের আলয়ে ।
তারাগুলি মিটি মিটি হাসবে দ্যুলোকে
সবার হৃদয় তবে নাচবে পুলকে ।
তিরোধ তিরোধান বলে কিছু সেথা থাকবে না
হৃদয়ের ভালোবাসা কভু ফুরাবে না ।
সেই দেশ যদি আমি খুঁজে নিতে পারি
থাকবো সে দেশটাতে ফিরবো না বাড়ি ।
(ভালবাসার মানুষটাকে এ কবিতা উপহার দিলাম । যাকে আজও খুঁজে পাইনি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



