জীবন কি শুধুই সীমাহীন কান্না,
নাকি নীরবে চেপে রাখা বেদনা?
জীবন কি শুধুই হারিয়ে যাওয়া,
নাকি কষ্ট সাজিয়ে গান গাওয়া?
জীবন কি শুধুই কালবৈশাখী ঝড়,
নাকি একাকী বালুচরে বাঁধা ঘর?
জীবন কি শুষ্ক পাতার মর্মর ধ্বনি,
নাকি একাকী জীবনে ক্লান্তির গ্লানী?
জীবন কি শুধুই বদলে যাওয়া,
নাকি কোন এক অবুঝ মাতাল হাওয়া?
জীবন কি আকাশে জমাট কালমেঘ,
নাকি কোন এক বন্দিনীর ভালবাসার উদ্বেগ?
জীবন কি শুধুই একাকী পথ চলা,
জীবন কি শুধুই ঝরঝর বৃষ্টি,
নাকি বিধাতার কোন অপরূপ সৃষ্টি?
আসলে জীবন মানে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



