> অন্যের কাছ থেকে যে ব্যাবহার প্রত্যাশা করেন আগে নিজে সে আচরন করুন।
> নিজের ভুল স্বীকার করার মত সাহসী হোন।
> সকল ভয়ই মৃতু্যভয়ের প্রকাশ্য ছদ্মাবরণ। পরিবর্তনকে ভয় পাই বলেই আমরা ভয় দ্্বারা আক্রান্ত হই।
> কারও আশাকে নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।
> ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে সহজে প্রভাবিত করে।
> সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণে সাহসী হোন।
> সবাইকে আগে সালাম দিন।
> যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই 'না' বলুন।
> 'আমি এ বিষয়ে জানি না' একথাটি বলতে কখনো ভায় পাবেন না।
> 'আমি দু:খিত' কথাটি সব সময় আন্তরিকতার সাথে উচ্চারন করুন।
> কান পেতে থাকুন। সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে টোকা দেয়।
> 'সমস্যা' শব্দটির পরিবর্তে 'সম্ভাবনা' শব্দটি বেশি ব্যাবহার করুন।
> যে কোন সমস্যাকে বিপদ না ভেবে নতুন চ্যালেনঞ্জ হিসেবে নিন।
> দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন, তখনই তা করুন।
> মনোযোগ ও নিমগ্নতাই প্রতিটি কাজের একঘেয়েমি দুর করে। কাজই হয়ে উঠে তখন আনন্দের উৎস।
> নিজের প্রতি পরিপূর্ন মনোযোগ আপনাকে অনন্য করে তোলে। নিজের প্রতি পরিপূর্ন মনোযোগ দেয়ার উপায় হচ্ছে মেডিটেশন।
কৃতজ্ঞতায়: [link|http://www.quanfey.org/|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


