> বিশ্বাস শৃঙ্খলমুক্ত করে। আর গোঁড়ামী শৃঙ্খলিত করে।
> গোঁড়ামি বিশ্বাসের প্রবহমান ঝর্নাকে বদ্ধ ডোবায় পরিনত করে।
> শৃঙ্খলাই শৃঙ্খলমুক্তির পথ।
> বাস্তবতা নির্মানের শক্তি আমাদের সবার মাঝেই রয়েছে। বিশাল সম্ভবনা থাকা সত্বেও আমরা এই অসীমতাকে সীমিত করে ফেলি।
> সকল ভ্রান্ত ও ক্ষতিকর তথ্য, ধারনা, সংস্কার ও বিশ্বাসের নামই অবিদ্যা। আর এই অবিদ্যাই মানব জীবনের অশান্তির মূল কারন।
> মনছবি হলো চাওয়া ও চাওয়ার প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়া।
> বাধা পেয়ে যে ফিরে আসে তার সব শেষ হয়ে যায়। একজন মানুষ প্রথম পরাজিত হয় তার নিজের কাছে।
> আত্মবিকাশের অধিকার কেউ কাউকে দেয় না। তা আদায় করে নিতে হয়।
> ভ্রান্ত দৃষ্টিভঙ্গি সমস্যাকে সংকটে রূপান্তরিত করে। আর সঠিক দৃষ্টিভঙ্গি সমস্যাকে পরিনত করে নতুন সম্ভাবনায়।
> বিনাশ্রমে অর্থলাভের প্রতিশ্রুতি দেয়া প্রতারকের একটি সাধারন টোপ।
> সর্বাবস্থায় শোকরগোজার থাকুন। কারন আপনি যত খারাপ অবস্থায়ই থাকুন না কেন, জেনে রাখুন- আপনার চেয়েও খারাপ অবস্থায় কেউ আছে।
> আজন্ম লালিত পরিবেশ সব সময় নতুন কিছু করতে বাধা দেয়। বুদ্ধিমানরা সব সময় আগে শুরু করে, বোকারা শুরু করে দেরিতে।
> মুক্তির পথে অন্তরায় হলো অনিশ্চয়তাবোধ এবং ঝুকি নেয়ার সাহসের অভাব।
> বস্তুর সীমাবদ্ধতা হলো- তা পাওয়ার আগ পর্যন্ত অস্থিরতা কাজ করে। কিন্তু পাওয়া হয়ে গেলেই তা তৃপ্তি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
...(চলবে)...
কৃতজ্ঞতায়: [link|http://www.quanfey.org/|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


