অবরোধ দেয়া হয়েছে। দেশবাসীর সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষয়ক্ষতির স্বীকার হচ্ছে সাধারন মানুষ। সুবিধা লুটছে আমাদের মহান দেশপ্রেমীক(!!!!) রাজনৈতিক নেতারা। যাদের মুখে সবসময় দেশপ্রেমের বুলি শুনে থাকি। আরেক একদল লোক এখানে দেশপ্রেমে হাবুডুবু খেয়ে স্বাধীনতা রক্ষার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন। একেকজন মহান দেশপ্রেমিক তারা। এখন তারা কোথায়? হরতাল অবরোধের মত কর্মসূচি দিয়ে আমাদের দেশের এইযে বারোটা বাজানো হচ্ছে এই ইসু্যতে তাদের অবস্থান কি? নাকি তারা এর পক্ষে? 35বছর আগের ঘটনা নিয়ে তাদের চিন্তার সীমা পরিসীমা নেই... বর্তমানে দেশ যে কোথায় যেতে চলেছে তা কি তারা দেখেও না দেখার ভান করছেন নাকি তারা?
খবরে দেখলাম আওয়ামীলিগের কর্মীরা ইচ্ছে মত ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের উপর। এখন যদি পুলিশ বাধ্য হয়ে দুএকটি গুলি নিক্ষেপ করে এবং তাতে কেউ নিহত হয় তাহলে আবার শুরু হবে লাশের রাজনীতি। কি আজব দেশে বাস করি আমরা।
আমার এক বন্ধু খবর শুরু হবার আগে বলছিল যদি আজ গোলমাল হয় তাহলেই নাকি ভাল হবে। তিন চারদিনের হরতাল দিয়ে দিবে আওয়ামীলিগ। যেন হরতাল দেয়াটা খুব ভাল। যেন গোলমাল লাগলেই ভাল। যখন খবর শুরু হলো, গোলমালের চিত্র দেখে আমার সেই আওয়ামীপন্থি বন্ধুটির সেকি উল্লাস। তিন চারদিনের জন্য আওয়ামীলিগ হরতাল দেবার একটি সম্ভবনা সৃষ্টি হতে যাচ্ছে... সরকারের বারোটা বাজবে তাতে... কি আনন্দের ব্যাপার। সরকারের কি হবে না হবে তা চিন্তা করার আগে একবারও চিন্তা করল না দেশের কি হবে। দেশ থেকে তাদের কাছে দল বেশী বড় হয়ে গেল? হায়রে বাঙ্গালী! সত্যি সেলুকাস!!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




