এই বিষয়টি অনেকদিন ধরে আমার মাথায় ঘুড়ছে। অনেকের কাছে বিষয়টি উত্থাপনও করেছি তার মতামত জানার জন্য। কিন্তু কারো কাছে তেমন উৎসাহ ব্যাঞ্জক কোন উত্তর পাইনি। মনে হচ্ছে বিষয়টি কারো কাছে গুরুত্বপূর্ন নয়। আজ সন্ধ্যা থেকে আবার মাথায় বিষয়টি ফুল সপিডে ঘুড়ছে। আশাকরি বিষয়টি এখানের ব্লগারবৃন্দ ভালভাবে একটু ভেবে নিজের মূল্যবান মন্তব্য রাখবেন।
বিষয়টি হলো আমাদের শিশুদের উপর স্যাটেলাইটের প্রভাব নিয়ে। যাদের বাসায় স্যাটেলাইট কানেকশন ও শিশুরা রয়েছে তারা লক্ষ করেছেন ভারতীয় চ্যানেলগুলোর বিভিন্ন ধারাবাহিক সিরিজের ভক্তদের তালিকায় বাসার প্রাপ্তবয়স্ক মহিলাদের পরে শিশুদের স্থান। বড়দের সাথে সাথে শিশুরাও জিনিষগুলো গিলছে। শিশুদের গ্রহন ও অনুকরন করার ক্ষমতা বড়দের থেকে বেশী হবার কারনে অনুষ্ঠানগুলো বড়দের থেকেও বেশী প্রভাব ফেলছে শিশুদের উপর।
এই ব্যাপারে কিছু প্রশ্ন করি সবার উদ্দেশ্যে-
কি দেখছে শিশুরা সেসব সিরিয়ালে?
সেখান থেকে কি শিখছে আমাদের শিশুরা?
এথেকে শিশুদের উপর কিসের প্রভাব পড়ছে?
ভাল কিছু?
বিষয়টি নিয়ে আরো ব্যাপক আলোচনা আমরা নিচে মন্তব্যের ঘরে করব। তার আগে আমার ব্যাক্তিগত একটি মতামত দিচ্ছি এখানে।
আমি ব্যাক্তিগত ভাবে মনে করি অবশ্যই ভাল কিছু নয়। এসব জিনিষ আমাদের শিশুদের ভয়ানক ক্ষতি করছে। এই শিশুরা যখন বড় হবে এসব তাদের জীবনের উপর ভয়ানক প্রভাব ফেলবে।
আপনি কি মনে করেন?
আলোচনাটিতে সবাই অংশ গ্রহন করে আমরা খুঁজে বের করতে পারি কোন অনুষ্ঠানগুলো আমাদের শিশুদের জন্য ক্ষতিকর এবং সেসব ক্ষতিকর জিনিষ হতে আমাদের শিশুদের আমরা রক্ষা করতে পারি।
শিশুদের রক্ষার্থে সকলের এর পক্ষে বা বিপক্ষে মতামত জানতে চাচ্ছি। সকলের মতামতের উপর ভিত্তি করে আমরা এই ব্লগ থেকে শিশুদের রক্ষার্থে একটি আন্দোলনের সূচনা করতে পারি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




