বিভিন্ন বৈষম্য আর অবহেলা নিয়ে এ শিক্ষা ব্যাবস্থাপনায় প্রতিবছর উচ্চ শিক্ষার সুযোগ হারিয়ে ঝড়ে পড়ছে হাজারও শিক্ষার্থী ।দেশে সরকারি ইন্সটিটিউটের সংখা ১৬ টি হলেও বেসরকারি ইন্সটিটিউটের সংখা এখন প্রায় ৩০০টিও উপরে। সরকারী ইন্সটিটিউটে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা ৩০০০ জনের কম নয় অপর দিকে বেসরকারীতে প্রায় ১২,০০০ জনের বেশী বের হচ্ছে । উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় ৯৫ ভাগ শিক্ষার্থী গ্রাজুয়েট হওয়া থেকে বঞ্চিত। সরকারী চাকুরির একমাত্র সুযোগ কৃষি মন্ত্রনালয় হলেও কৃষি অফিসারগনের নানামূখী হয়রানি চক্রান্তে প্রমোশনের সাধ না পেয়েই অবসরে যেতে হচ্ছে । কৃষি ডিপ্লোমা বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড সার্টিফিকেট প্রদান করলেও পরিচালিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে।এমনকি সরকারী ইন্সটিটিউট গুলোতে পঞ্চাশর্ধ কৃষি অফিসারদের দিয়ে ক্লাস নেয়া হয় ।আর অধ্যক্ষ মহোদয়গন প্রমোশনের জন্য সর্বচ্চ ৩ মাসের জন্য আসেন ।অনেক স্টুডেন্ড ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা করতে ২০ জন অধ্যক্ষ বদলিতে কে অধ্যক্ষ তার নামই জানেনা।৪ বছর মেয়াদী ৮টি সেমিস্টারে কৃষি ডিপ্লোমা করতে বাংলা,ইংরেজী,গণিত,জীববিজ্ঞান,পদার্থ,রসায়ন সহ উচ্চতর বিভীন্ন বিষয়ে ৫৬টি বইয়ের ৫৬০০ মার্সের লিখিত,ব্যবহারিক ও মৌখিক পরিক্ষায় আলাদা আলাদা ভাবে উর্ত্তীন্ন হতে হয়।যা কৃষি অফিসারদের শিক্ষক বানিয়ে হযবরল ভাবে পার করছে সরকারি ইন্সটিটিউট গুলো যা মোটেও উচিত নয়।অপর দিকে উচ্চ শিক্ষার কোন প্রকার সুযোগ না থাকায় দেশের হাজার হাজার শিক্ষার্থী গ্রাজুয়েট হওয়ার সাধ হতে বঞ্চিত হচ্ছে প্রতি বছর।শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ঠদের দৃষ্টি আকর্ষন করছি নিম্নক্ত চারটি বিষয়ের প্রতি নজর দিয়ে কৃষির তৃনমুলে অগ্রগামীদের রক্ষা করুন ।
১) ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন কারীদের সরকারী সকল বিভাগে চাকরির ক্ষেত্রে বর্তমান ১০ম গ্রেড বেতন স্কেলে ২য় শ্রেনীর পদ মর্যাদা প্রদান ।
২) সকল সরকারী এ,টি,আই গুলো কে সম্প্রসারণ অধিদপ্তরের অধীন হতে পৃথক করে সরাসরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া ।
৩) ৪ বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন কারীদের গ্রাজুয়েট সম্মান এবং পোষ্ট গ্রাজুয়েট শিক্ষার জন্য সতন্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ।
৪) যেকোন গ্রাজুয়েট সমমানে চাকুরিতে নিয়োগের সুযোগ দেওয়া ।।
লেখক-
- মোঃমিজানুর রহমান তুহিন
(ডিপ্লোমা কৃষিবিদ)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




