ফোবিয়া এক ধরনের মানসিক সমস্যা।মানষের যে কতোরকম এর ফোবিয়া আছে তার শেষ নেই,কিন্তু প্রধান ১০ টি ফোবিয়ার বিবরন দেয়া হলো-
১,অটোফোবিয়া-

নিজেই যখন নিজেকে ভয় পায়।
২,ফোবোফোবিয়া-

বিভিন্ন ফোবিয়াকে যখন ভ্য় পায়,সেটাই ফোবোফোবিয়া।
৩,কালারোফোবিয়া-

বুঝতেই পারছেন কালার দেখলে ভয় পায়।
৪,টেট্রাফোবিয়া-

চিনাদের এটি হয়,৪ দেখতে পারে না কারন তা মৃত্যুর চিনহ বহন করে,যেমন অনেক লিফট এ ১৩ সংখ্যা থাকে না।
৫,ফাগোফোবিয়া-

এরা মনে করে তাদের গিলতে সমস্যা হচ্ছে,যদিও তাদের শারিরিক সমস্যা নাই।
৬,গাইনোফোবিয়া-

সত্যি বলতেকি এরা মেয়ে দেখলে ভয় পায়!
৭,জিফাইরোফোবিয়া-

এটা আমাদের অনেকেরই আছে,উচ্চতার ভয়।
৮,আব্লুটোফোবিয়া-

এতে মানুশ গোসল করতে ভয় পায়।
৯,ইমিটোফোবিয়া-

এই ফোবিয়ায় আক্রান্ত মানুষ বমি করার ভয় থেকেই বমি করে এমনকি বমি করার শব্দ শুনে,দেখেও বমি করে।
১০, নোমোফোবিয়া-

এই ফোবিয়ায় মানুষ ভয় পায়, যে সে ফোন রিসিভ করতে পারবেনা,ফোন আসলেই ভয় পাবে।
আপনার কোন ফোবিয়া আছে?আমারতো ৭ নাম্বারটা আছে,ভয়াবহ ভাবে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৯ রাত ৮:৫৬