জীবন, সে-তো এক বহমান নদী,
ফোটা পদ্ম, আবার কখনও গোলাপের কলি।
দুঃখের সাগরে সে কখনও নাবিক,
সুখের নীল আকাশের কখনও যাত্রী।
মনের আকাশে সে কখনও মুক্ত বিহঙ্গ,
হৃদয়ের পিঞ্জরে সে কখনও বন্দী পাখি।
প্রকৃতির সঙ্গে সে কখনও মিশে হয় একাকার,
আবার মনে হয় কখনও নিজেকে পথের কাঙ্গাল।
রংধনুর সাত রঙ্গে রঙ্গিন এ জীবন,
সময়ের তালে সে বদলায় নিজের রং।
কখনও বা মনে হয় তাকে স্মৃতির ক্যানভাস,
সুখ-দুঃখ, হাসি-কান্না নিয়েই তার বাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



