বৃষ্টি আর কাদামাটির শহরে গা বাঁচিয়ে এক ছটাক ডাইনে, দুছটাক বাঁয়ে ঠেলে ঠুলে এক প্রকারের জাত্যাভিমানের বহিঃপ্রকাশ তিন চাকার উপর দুমড়ে দিয়ে সদা প্রসন্ন আকাশের বুকে আনর্্তজাতিকতার তকমা লেপে বিড়ি ধরাই।
সকাল থেকে সন্ধ্যা-রাত অবদি বছরের পর বছর একই রাস্তায় নয়টা-ছয়টা, নয়াপলটন-শাহবাগ -চাঁনখারপুল করবার পরও একবারও মনে হলো না বৃত্তাকারে ঘুরছি। র্বতুলাকার বৃত্ত নয়, কমলালেবুর মত চাপাও নয়। জায়গায় জায়গায় একটু তোবড়ানো , ঈষৎ ডিম্বাকার বৃত্ত। মাঝে মাঝে দুএকটা নতুন মুখ , বাদবাকী মুখগুলো প্রতিদিনকার চেনা। একবারও মনে হলো না, চক্রাকারে ঘুরছি । পথ হারিয়ে ফেলেছি আসলে, না কি আদৌ কোন পথের সন্ধানেই ছিলাম না।
একই কাজ বারবার করাটা আমাদের পেশা এবং জীবনধারণের একটা অংশ। আস্তে আস্তে সেটাই বোধ করি পরিণত হয় নেশায়-অভ্যাসে।
বারবার ফিরে যাই চিরপরিচিত পাতকুয়োয়
চুমুকে চুমুকে পান করি নিরবিচ্ছিন্ন অন্ধকার
নোনা জলের অচেনা স্বাদ চোখে নিয়ে ঘুরি
ভীষণ গম্ভীর মেঘেরা দলবেঁধে মিছিল করে
বারংবার ফিরে আসাকেই
তীব্রতম সর্াথকতার প্রতিবিম্বে করি মূল্যায়ন
স্বপ্নের সীমানা আঁকি বারবার
প্রতিনিয়ত খোলসায়তন বৃদ্ধিই সার;
সুরক্ষিত দর্ূগের মাঝে কাঁচা-পাকা , অবুঝ-সবুজ স্বপ্নের ঘটে অকালপ্রয়াণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



