ব্লগে নিক নেওয়ার প্রবণতা এবার মহামারীর আকার নিয়েছে। ব্লগে কেউ একজন নিক নিয়েছিল কোন কালে, কেউ একজন আরেকজনকে হেয় করবার জন্য নিক নিয়েছিল, ভেড়ার বেড়া ডিঙ্গানোর মত এটা এখন পরিণত হয়েছে রোগে।
হাসি-তামাশা-ঠাট্টা এবং রঙ্গ-রসিকতার একটা সীমা নিশ্চয়ই থাকে।
কারও লিখা পছন্দ না হলে সেটা মন্তব্যের ঘরে বড় অক্ষরে বলে দিলেই হয়। আপনার লিখা ভালো লাগেনি, বা আপনার চিন্তা ভালো লাগেনি। কিন্তু নিক নিয়ে যত্র তত্র মল-মূত্রের ন্যায় মন্তব্য প্রসব করা অর্বাচীনের কাজ।
আমরা বেঁচে থাকি আমাদের যাপিত সময়ের মধ্যে দিয়ে। যেকোন র্ফমে সৃষ্টিশীল কিছু করে যাওয়াই আমাদের বেঁচে থাকাকে ঋদ্ধ করে। ধ্বংস ও করতে হবে প্রয়োজনে, নবাগত কে জায়গা দেওয়ার জন্য পুরোনোকে সমূলে মাঝে মাঝে উপড়ে ফেলতে হয়, সেটাও করতে হবে।
র্তক করুন, বির্তক করুন । আলোচনা করুন, সমালোচনা করুন। রম্য করুন, ব্যঙ্গ করুন। অহেতুক ছেলেমানুষী বন্ধ করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



