সময় এসেছে তিন বাহিনী প্রধানের মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে চা খেতে যাওয়ার, এই দাওয়াত আপ্যায়নকারীর পক্ষ্য থেকে আসবেনা, দাওয়াত নিতে হবে নিজ উদ্দোগে।
উনাকে বলা যে, ”যথেষ্ট গণতন্ত্রচর্চা করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে সে জন্যে, যেহেতু দেশের জনগণ এ মূর্হুতে তত্ত্বাবধায়ক সরকার চায় এবং যেহেতু বর্তমান সরকারের প্রতি জনগণ বীতশ্রদ্ধ, নির্বাচন নিয়ে গোয়ার্তুমি করা মানেই মিশর/সিরিয়ার মতো এদেশের জনগণের উপর গৃহযুদ্ধের অভিশাপ চাপিয়ে দেয়া, এহেন পরিবেশ কোনভাবেই কাম্য নয়।
যেসব কৃতদাশ মানষিকতার দালাল সরকারী কর্মকর্তাদের উপর ভরষা করে শক্তিশালী বক্তব্য দিচ্ছেন, তারা অত্যন্ত সূক্ষভাবে পরিবেশ পরিস্থিতি যাচাই করছে এবং অপেক্ষা করছে বেঈমানির ডিগবাজী দেওয়ার সঠিক সময় নির্ধারনে। জরুরী অবস্থা ঘোষণা করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা দিয়ে ভারত কিংবা বেলেরুশে গিয়ে আপনি কিছুদিন বিশ্রাম নিন। যা আপনার এবং আপনার প্রিয় নিপীড়িত জনগণ উভয়ের স্বাস্থ্যের জন্য মঙ্গলময় হবে।
রাতের আধারে আমেরিকার এম্বেসেডর মাজিনা কি বললো তার উপর ভরসা করবেন না। ঐ লোক গত ১/১১ এর আগে এম্বেসেডর হেরী কে টমাস যে রোল প্লে করেছিলো সেই একই রোল মাজিনা এবার প্লে করবে, কোনই সন্দেহ নেই তাতে। তাদের কাজই হলো মুসলমান দেশ সমূহের মুর্খ ও বিদ্বেষপরায়ন নেতৃতে¦র মন মানষিকতাকে কাজে লাগিয়ে ব্যাপক রাজনৈতিক হানাহানি ও গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করা।
ভারত/আমেরিকা যারা রাতের আঁধারে আপনাকে স্বিদ্ধান্ত থেকে একচুলও না নড়তে পরামর্শ দিচ্ছে তারাই আবার সৌদি রাজার ওহাবী হুযুরদেরকে দিয়ে ব্যাপকহারে প্রশিক্ষণ দিয়ে হাজার হাজার সুইসাইড বোম্বার তৈরী করছে। সময় মতই তাদেরকে অস্ত্র গোলা-বারুদ সাপ্লাই করা হবে। এখন আপনি নির্ধারণ করুন যে, জনগণ আপনার সিদ্ধান্তে চলবে? না, আপনি জনগণের সিদ্ধান্তে চলবেন? তবে, তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, সেই দুঃখে, বিদ্বেষ পরায়ন হয়ে দেশটিকে যদি অন্য জাতির হাতে তুলে দিতে চান (!) সে বিষয়টা মহান আল্লাহপাকের নির্দেশনায় এদেশের জনগণ দেখে নেবে ইনশাআল্লাহ।
আমাদের গোয়েন্দাবাহিনীর উচিৎ এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দেয়া। তবে দু:খ এই যে, যাদের মেষপালকের দায়িত্ব পালনের যোগ্যতা নেই, তারা গোয়েন্দা দায়িত্ব পালন করবে কিভাবে? দক্ষতা ও বুদ্ধিমত্তার দিক থেকে ওরা যে মেষ-শাবকের তূল্য, ওদের দ্বারা মেষপালন করাই যে অত্যন্ত কঠিন কাজ।
প্রতিটি মুসলমান দেশের গোয়েন্দা বাহিনীর প্রধানরা যে মেষশাবকতূল্য তার প্রমাণ হলো, প্রতিটি গনতান্ত্রিক মুসলমান দেশে সার্বক্ষনিক গৃহযুদ্ধের পরিবেশ তবে সৌদি আরবে চলমান আছে নিরবচ্ছিন্নভাবে চরম নিষ্পেষণ মূলক রাজতন্ত্র। মহান আল্লাহ পাক দেশ ও জাতির স¦ার্থে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করুন, আমাদের তিন বাহিনী প্রধানকে দেশ ও জাতির স্বার্থে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




