আপনি কি বিবাহিত? এই প্রশ্নের উত্তর এত কঠিন কেন? এই প্রশ্ন করলেই অধিকাংশ মানুষ কেমন যেন চমকে উঠে! ইন্টারনেট বা অনলাইনের প্রথম দিকে কারো সাথে পরিচয় হলে এই প্রশ্ন জিজ্ঞেস করলেই কেমন যেন করে উঠত। অধিকাংশ অনলাইনের নিবন্ধনে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন ছিল এবং এটা ফিলাপ করেই আপনাকে আমাকে নিবন্ধিত হতে হয় বা হত। ইয়াহু মেইল গ্রুপ, অরকুট, ফেইসবুক বা গুগলে শুরুর দিকে এই প্রশ্ন থাকলেও এখন এটা আর নেই, তবে জন্ম তারিখ কিংবা মেইল ফিমেইল এই চয়েজটাও এখন আছে, যদিও এই প্রশ্ন গুলোর উত্তর দেয়াও এখন বাধ্যতা মুলক নয় এবং সারা বিশ্ব থেকে এই তথ্য চাওয়ার রেওয়াজ/বিষয়টা উঠে যাচ্ছে, অনেক দেশেই এখন আর এই সব তথ্য জানতে চায় না, অনেকটা ধর্মীয় পরিচয়ের মত বাদ যাচ্ছে! মানুষ যত সভ্য(!) হচ্ছে তত এই সব তথ্য কেহ কারো থেকে জানতে চাওয়া বেয়াদপী বলেই মনে হচ্ছে! সভ্য মানুষেরা এখন আর কেহ কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতেই চাইছে না! এটা মন্দ না, অহেতুক কেহ কারো গায়ে পড়ুক, এটা এখন আর কেহই চায় না!
যাই হোক, এটা আলোচ্য নয়, তবে কয়েকদিন আগে থেকে 'আপনি কি বিবাহিত?' এমন একটা প্রশ্নের উত্তরে বিবাহিতরা কি বলে সেটা নিজ চোখে দেখলাম! অনলাইনে দীর্ঘদিন থাকার ফলে সামান্য পরিচিতির কারনে অনেকে আমাকে নানান গ্রুপে যোগ দিতে চান এবং আমার কাছ থেকে কিছু কথা শুনতে চান, সেই মোতাবেক একটা ফেইসবুক গ্রুপে কিছু দিন আগে আমাকে মডারেটর বানিয়ে দেয়া হয় এবং এটা আমাকে না জানিয়েই, নোটিফিকেশন আসার পরে আমি বুঝতে পারি এবং বিষয়টা আমি এঞ্জয় করি, যদিও এই গ্রুপের প্রতিষ্ঠাতাদের আমি চিনি ও জানি! এই ফান গ্রুপে সদস্যদের যোগ দেয়ার তেমন কোন প্রশ্নই ছিল এবং এটা নির্যাতিত স্বামীদের একটা ফান গ্রুপ বলে সদস্যদের শুধু এক্টাই প্রশ্ন করা হয়েছিল (যদিও এর উত্তরদান বাধ্যতা মুলক নয়) এবং এই প্রশ্নের জবাব দিয়েই যোগ দেয়ার আবেদন জানানো হয়!
প্রায় শ পাঁচেক সদস্যের মধ্য থেকে অনেকেই উত্তর দেন নাই, কয়েক জন কি উত্তর দিয়েছেন তা তুলে দিচ্ছিঃ
- Y
- Ha
- Yes, Unfortunately!
- Yes
- Yep
- Yup
- হ রে ভাই
- জ্বি
- জি রে ভাই
- Hu
- আবার জিগায়
- Hae
- ?
- Uttor dibo na
- Ji
- Na
- চীরকুমার
- না, রাস্তায় আছি
- YY
- 2nd time
- আপনাদের বিবাহের কথা শুনে ভয় লাগে
- Why this question?
- Oh
- Ha ha ha
- Wo
- Keno jante chan
- Really
যারা উত্তর দেন নাই, তাদের সিষ্টেমের উত্তর ছিলো - Has not answered membership question!
এদিকে এই প্রশ্ন আমাকে কেহ করলে আমি কি উত্তর দিতাম?
- জ্বি, আমি বিবাহিত, ঘরে আমার সুন্দরী বউ আছে, শুধু সুন্দরী না, তিনি বিরাট সুন্দরী!
আরো ইলাবোরেট করলে এই টিকটিক দেখতে পারেন, এভাবে মাসুদ ভাই আমাদের জানিয়েছিলেন।
উপসংহারঃ বিবাহিত হয়েও নিজকে অবিবাহিত বলে এই জীবনের আর কষ্ট বাড়াইয়েন না! আনন্দে জীবন কাটান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



