আপনারা অনেকে জানেন, তবুও আবারো বলি, ভেনিজুয়েলাতে এখন কঠিন গন মানুষের আন্দোলন চলছে, ভোট চুরির প্রতিবাদে মি মাদুরোকে মানুষ গ্রহন করে নাই, তাকে প্রতারক ও ভোটচোর বলা হচ্ছে, আর এই কারনে মানুষ রাস্তায় নেমে এসেছে। একই কায়দা, স্তাপনা রক্ষার নামে মানুষকে তার পুলিশ গুলি করে মেরে ফেলছে, তবে বিক্ষোভের পরিমাপ করা যায় ছবি গুলো দেখলে, সেই কাদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড সবি হচ্ছে, পাশাপাশি কয়েকটা ছবি দেখলাম, যেখানে পুলিশ বেশ ধৈর্যও দেখাচ্ছে। তবে মানুষ প্রাণ দিতে কার্পণ্য করছে না! আমি এই মাত্র নানান খবর দেখলাম, তাতে নাম উঠে এসেছে ১৬জনের মৃত্যু (১জন পুলিশ সহ), এবং হাজারের বেশী ইঞ্জুর্ড, যদিও জনগণ বলছে আরো অনেক মানুষ মারা গেছে!
এই আন্দোলন থেমে যাবার মত নয়, মনে হচ্ছে মানুষ এর শেষ দেখে ছাড়বে। যুগে যুগে মানুষ এভাবে প্রাণ দিয়ে স্বৈরাচারী শাসককে গদি থেকে নামিয়েছে, আমার ধারনা এবারেও ভেনিজুয়েলাতেও তাই হবে!

দুনিয়ার প্রায় সব নামকরা প্রত্রিকা খবর প্রকাশ করছে।

বাংলা পত্রিকা গুলো এই খবর হাইড করার চেষ্টা করছে! হা হা হা, অথচ এই খবর এই দেশে প্রথম পাতায় স্থান পাবার কথা! কারন একই ভোটাধিকার আমাদেরও হরন করা হয়েছে!
আমি নিশ্চিত করে বলছি, মি প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো এই যাত্রায় রক্ষা পাবেন না, তাকে পালাতেই হবে, যদিও তার পালানোর মত জায়গা খুব একটা এই দুনিয়াতে নেই! মি প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো প্রায় ১০ বছরের বেশি সময় ক্ষমতায় থেকেও তেমন কিছুই জনগণের জন্য করতে পারেন নাই, তার দূর্বল শাসনে সাধারন মানুষ সুখ পায় নাই, সেই তার চ্যালারা শুধু কামিয়ে নিয়েছে হাজার কোটি টাকা! অথচ কত সুযোগ ছিল তার হাতে, আফসোস!
ভিডিও
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



