1993 সালে ইউ এস এইডের অর্থায়নে রাজশাহী নগরীর সৌন্দর্য বর্ধন ও গণসচেতনতা বাড়াতে নির্মান করা হয়েছিল এই মু্যরালটি। আর নির্মান করেছিলেন রাজশাহী আর্ট কলেজের তৎকালীন অধ্য এ কে আজাদ। এই ভাঙার খবর পেয়ে তিনিও ছুটে এসেছিলেন তিনি। ুব্ধ কন্ঠে বললেন, এই মু্যরাল চিত্রটির কারণে এই এলাকাটি দীর্ঘদিন ধরে মনিচত্বর নামে পরিচিত হয়ে উঠেছে। সময়ের বির্বতনে এটি পরিণত হয়েছে রাজশাহীর ঐতিহ্য হিসেবে। সৌন্দর্য বর্ধন হবে ভালো কথা, কিন্তু তাই বলে এই ঐতিহাসিক স্থাপনা ভাঙ্গার এখতিয়ার তো কারো নেই।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী মহানগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে বাংলা লিংকের অর্থায়নে নগরীর মোড়ে মোড়ে নির্মান করা হচ্ছে পিলার। কয়েকদিন ধরে কাজ চললেও নির্মানকারী প্রতিষ্ঠান মনিচত্বরের মুর্যালটাকে অত রেখেই কাজ করছিল। কিন্তু সোমবার দুপুরে হঠাৎ করেই মু্যরাল ভাঙ্গা শুরু করে নির্মান শ্রমিকরা। খবর পেয়ে এই মু্যরালে ভাষ্কর একে আজাদ এসে শ্রমিকদের কাজ বন্ধের নির্দেশ দেন। পরে তার সাথে আশপাশের লোকজন যোগ দিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে বাধা দেবার আগেই এই স্থাপনাটির অনেকটাই ভেঙ্গে ফেলা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



