আজকে আমার একমাত্র ছোট ভাইটা শিক্ষা জীবনের প্রয়োজনের তাগিদে ফ্যামিলি'র সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সুদূর রাজশাহীতে চলে গিয়েছে। আগামী কাল সে রাজশাহী মেডিকেল কলেজে'র ডেন্টাল ইউনিটে ভর্তি হবে এবং তার শিক্ষা জীবনের নতুন অধ্যায় শুরু করবে।
ভাইটার জন্য আমার খুব খারাপ লাগছে। ও একা একা কিভাবে থাকবে? ঠিকভাবে খেতে পারবে কিনা? হোস্টেলে নিশ্চয়ই তার কষ্ট হবে। আমার বাবা তার সাথে গিয়েছে রাজশাহী'তে তাকে ভর্তি করিয়ে তার হোস্টেলে থাকা খাওয়া সবকিছু ঠিকঠাক করে দিয়ে আসার জন্য। যদিও আমিও পড়াশুনার জন্য সেই ক্লাস সেভেন থেকে ফ্যামিলি থেকে দূরে আছি। তবুও আমার ছোট ভাইটার জন্য আমার আজকে খুব কষ্ট হচ্ছে। খুব কান্না পাচ্ছে আমার।
ছোট বেলা থেকেই দূরে থাকার জন্য তার খুব কাছাকাছি যেতে পারিনি। আজকে আমার মনে হচ্ছে, তাকে আমি ততটুকু আদর দিতে পারিনি যতটুকু একজন বড় ভাইয়ের দেবার কথা । আজকে ছোট ভাইটার জন্য আমার খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে।
আমার ছোট ভাইটার জন্য সবাই দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



