৪. লাইসেন্স আবেদনের নিয়মাবলী:
(ক) এই নীতিমালার অধীনে প্রদেয় লাইসেন্স ব্যতিরেকে কোন প্রতিষ্ঠান অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠা কিংবা পরিচালনা করলে অনলাইন গণমাধ্যমে সরকারের দেয়া সুবিধা/সাপোর্টের জন্য বিবেচিত হবে না এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে;
(খ) আগ্রহী প্রতিষ্ঠান বা কোম্পানীকে অনলাইন গণমাধ্যমের জন্য নির্ধারিত ও বহুল প্রচারিত ফরমে আবেদন করতে হবে;
(গ) সচিব, তথ্য মন্ত্রণালয়ের দপ্তর সহ সকল জেলা উপজেলা ও তথ্যমন্ত্রনালয়ের ওয়েবসাইট থেকে বিনামূল্যে আবেদন ফরম সংগ্রহ করা যাবে;
(ঘ) আবেদনকারী কোম্পানী হলে অবশ্যই কোম্পানী আইন ১৯৯৪ এর আওতায় নিবন্ধিত হতে হবে; প্রতিষ্ঠান হলে তার ট্রড লাইসেন্স; ব্যাক্তি হলে নাগরীক সনদ পত্র থাকতে হবে।
(ঙ) আবেদনকারী প্রতিষ্ঠানকে আবেদন জমাদেয়ার সময় অফেরতযোগ্য ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) সচিব, তথ্য মন্ত্রণালয় বরাবরে টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার বা মন্ত্রনালয়কতৃক গৃহীত অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রদান করতে হবে;
(চ) আবেদনে অনলাইন গণমাধ্যম স্থাপনের প্রজেক্ট পরিকল্পনা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে;
(ছ) কোন অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক সরকারের অনুমতিক্রমে একাধিক অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক হতে পারবেন;
(জ) সরকারি/বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/বিল/কর খেলাপী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ফৌজদারী অপরাধ বা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোন ব্যক্তি বা কোম্পানি আবেদন করতে পারবে না;
(ঝ) লাইসেন্স প্রদানের পূর্বে সরকার স্বউদ্দোগ্য বিবেচিত আবেদনসমূহের নিরাপত্তা ছাত্রপত্র স্বরাষ্ট্র মন্ত্রণাল থেকে সংগ্রহ করবে ও তার পূর্নাঙ্গ ওয়েবসাইটে প্রকাশ করবে।অনুকূল নিরাপত্তা ছাড়পত্র না পাওয়া গেলে লাইসেন্স প্রদানের জন্য কোন আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না কিন্তু সুনির্দিষ্ট কারন লিপিবদ্ধ করে প্রকাশ করবে;
(ঞ) সরকার কর্তৃক নির্বাচিত আবেদনকারীদের অনুকূলে লাইসেন্স প্রদানের পর বিটিআরসির নিকট থেকে কোন সেবা গ্রহন না করলে তার অনুমোদন গ্রহণ করতে হবে না:
সম্পূর্ন দেখতে, আন্দোলনে যোগ দিতে হব, যোগ দিন
অনলাইন গণমাধ্যম নীতিমালা- আন্দোলন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




