১. বেচেঁ আছি
**********
এক তরুন কবি সাময়িকী সম্পাদকের কাছে একটি পান্ডুলীপি পাঠালেন- নাম: কেন বেছেঁ আছি!
সম্পাদকের উত্তর: বেচেঁ আছ , তার একমাত্র কারণ- লেখাটি হাতে না করে এনে পোস্ট করে পাছিয়েছ।
২. সদ্ব্য ব্যবহার:
***********
গেষ্ট হোটেল ছেড়ে যাবার সময় হোসটল মালিককে-
খাবার সঙ্গে আপনারা যে ফলগুলো দিয়েছিলেন তা আমি বা আমার স্ত্রী খাইনি। কাজেই আমরা তার দাম দেব না।
হোটেল মালিক : আপনি খননি সেটা আমাদের তো দোষ না, আপনি সুযোগ পেয়েও কেন তার সদ্ব্য ব্যবহার করেননি, তাই আপনাকে দাম দিতে হবে।
গেষ্ট মোট বিল থেকে ১০০০ টাকা সরিয়ে রেখে বাকিটি হোটেল মালিকের হাতে দিলেন।
হোটেল মালিক: (ভিষণ রেগে) এটা কি হল?
গেষ্ট: দু'দিনের জন্য ১০০০ টাকা রাখলাম।
কিসের জন্য? বললেন হোটেল মালিক!!
গেষ্ট: আমার স্ত্রীকে চুমু খাওয়ার জন্য।
হোটেল মালিক তীব্র প্রতিবাদ জানাল- আমি মোটেই এ কাজ করিনি।
গেষ্ট: আহ! তাতে কি হয়েছে, আমার স্ত্রী এখানে ছিল, সুযোগ পেয়েও আপনি সদ্ব্য ব্যবহার না করেন, সেটা কি আমার দোষ?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



