http://www.eimatro.com/13415.php
দেশের ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনহীন ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
এই ৮টি বিশ্ববিদ্যালয়গুলো হলো- দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, প্রাইম ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি, পিপলস ইউনিভার্সিটি এবং ইবাইস ইউনিভার্সিটি।
অননুমোদিত ক্যাম্পাস পরিচালনাকারী এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সনদ বাণিজ্য, নিম্নমানের শিক্ষা দেওয়াসহ নানান অভিযোগ। এসব কারনেই শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



