আমরা কিরা কসম বা দিব্যি খাওয়ার সাথে জাতিগতভাবে খুবই পরিচিত। কিছু থেকে কিছু হলে আমরা কিরা কসম কেটে একাকার করি। যদিও আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা তেকে বলতে পারি এই সব কিরা কসম কাটা খুব একটা কাজের জিনিষ না। তবে কিছুদিন ধরেই একটা ব্যাপার ভাবছিলাম। আমরা কিন্তু এই আনপ্রোডাক্টিভ কিরা কসম কাটাকে কাজে লাগাতে পারি। এবং বেশ ভালো ভাবেই লাগাতে পারি। ব্যাপারটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে।
আমরা ধর্ম মানি আর না মানি ধর্মকে খুব ভয় পাই। আর আমরা এই ভয়টাকেই আমাদের ভালোর জন্যে ব্যবহার করতে পারি। আমরা দেখেছি ভারতের আদালতে বা যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ধর্ম গ্রন্থের ব্যবহার করতে। ঠিক একই ভাবে আমরা আমাদের সরকারী কর্মকর্তা কর্মচারীদের দিয়ে তাদের নিজ নিজ ধর্মগ্রন্থ ছুয়ে শপথ করাতে পারি যে তারা দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবেননা্ একই পদ্ধতি আমাদের রাজনৈতিক নেতৃবিন্দের ক্ষেত্রেও প্রযোজ্য। ধর্মকে তো আমরা অনেক কাজেই ব্যাবহার করলাম।এবার একটা কাজের কাজে ব্যবহার করি।
যারা বলবেন যে ভারতের আদালতে বা যুক্তরাস্ট্রের প্রেসিডেন্টের কাজে সবসময় সচ্ছতা তাকে না তাই ধর্শগ্রস্থ খুব একটা কাজে আসবে না তাদের জন্য অন্য একটা উপায় দেয়া যেতে পারে। সেটা হলো আমরা আমাদের কর্তাব্যাক্তিরা দ্বায়িত্ব গ্রহনের পূর্বে তাদের সন্তানদের মাথা ছুয়ে শপথ নিবেন সৎ পথে চলার। ধর্মকে অবিশ্বাস করতে পারে কেই কিন্তু সন্তানকে কেই বিপদে ফেলতে পারবে না।
যাই হোক যে ভাবেই হোক এই অবস্থার একটা বিহিত করতে হবে। আর তো সঞ্য হয় না। আর কতকাল আমরা এই অবস্থায় থাকবো। আমার দেশের অসহায় মানুষগুলোকে আর কত দুর্দিনের মধ্যে দিয়ে যেতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



