আচ্ছা বলতো দেখি, শিরোনামে কেন "তুমি আর আমি" লিখেছি কেন "আমি আর তুমি" নই?
তোমার হয়তো মনে আছে, কয়েক মাস আগেও আমরা আপনি আপনি করে বলতাম। গত ভালবাসা দিবসেই তোমার আড়ি তুমি আজ থেকে আমাকে তুমি করে বলবে আর আমিও।
সেই থেকে তুমি করে বলা, এ পর্যন্ত যে কত বার তোমাকে তুমি করে বলেছি তার কোন ইয়াত্তা নেই।
আগে বেশ লজ্জা বোধ করতাম কাউকে তুমি বলতে এমনকি তোমাকেও।
আজ এখন মনে হয়, তুমিতেই যেন মধু, তুমিতেই যেন মিশে আছে সকল ভালবাসা, তোমানেই যেন সকল সুখ।
আজ তোমাকে নিয়ে প্রথম ব্লগ লিখছি, তোমাকে যে বলছিলাম ব্লগের কথা, আজ তোমাকে নিয়ে লিখতে বসলাম কিন্তু কোথা থেকে কি যে লিখবো ভেবে পাচ্ছিনা।
আজ বিকাল থেকে তোমাকে অনেক মিস করছি, আজ বিকালে তোমার সাথে কথা বলার পর থেকে কিচ্ছু ভাল লাগছে না, এই রাতেও তোমাকে অনেক মনে পড়ছে, খুবই দেখতে ইচ্ছে করছে তোমাকে।
তুমিও কি আমাকে মিস করছো?
বি দ্র : লেখাটি উৎসর্গ করা হলো সকল "তুমি আমি" ও "আমি তুমিদের" ।
ছবিটি : গুগল থেকে নেওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




