জানি তুমি ভাবছো আমায় পাথর ভীষন
আমিও যে ভাঙছি তুমি জানছো না তো !
রোদের জন্য মিনতি কি একলা ? ইমন
থাকলে কাছে জানতে তুমি কষ্ট কতো ।
বিন্দু হয়ে অশ্রু হয়ে ঝরছে নিশি
"রাত্রি" নামের অন্ধ করা বন্ধ খামে
যন্ত্রনারা যত্ন করে বাধছে রশি
যন্ত্র করে রাখছে আমায় মলিন দামে ।
ওপার থেকে অপার হয়ে ডাকলে যদি
এমন থাকা পড়বে ঢাকা অমোঘ ঘুমে
বইতে পারে বন্ধ্যা যত তোমার নদী
বন্ধু ! যখন বন্ধ চোখে লইবে চুমে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



