বিবিসির এই খবরটাতে চোখ আটকে গেলো ।
" বাংলাদেশে বিদ্যুত সংকট ও জ্বালানী তেলের উচ্চ মূল্যের কথা বিবেচনা করে দক্ষিণাঞ্চলীয় বরগুনা জেলায় একটি সৌর সেচ প্রকল্প চালু করা হয়েছে৻
রিসোর্স ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন বা আর.ডি.এফের উদ্যোগে দেশে এই প্রথম এ ধরনের সেচ ব্যবস্থা চালু হলো৻ এই পদ্ধতিতে প্রতিদিন আট লাখ লিটার পানি উত্তোলন করা সম্ভব যা দিয়ে ৪০ একর জমিতে সেচ কাজ চালানো যাবে বলে উদ্যোক্তারা দাবী করছেন৻
এই প্রকল্পের ফলে কৃষকরা কতোটুকু লাভবান হবেন- বিবিসি বাংলার মিজানুর রহমান খান জানতে চেয়েছিলেন আরডিএফের নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফার কাছে "
আজকাল ব্লগে ঢুকলে প্রচন্ড বিরক্ত লাগে । অকাজের আলতু ফালতু পোস্টের ভিড়ে কাজের কোন পোস্ট, দরকারী তথ্য , নতুন কিছু শিখানোর মত - ভাবানোর মত লেখা পাওয়াই মুশকিল ।
কপি পেস্টের খবরে যদি ব্লগ ভরতেই হয়, এই রকম খবর গুলো দিন। নিজের এলাকায়, শহরে , গ্রামে , মহল্লায় এই সব প্রযুক্তির ব্যবহার কি করে সম্ভব তা-ই নিয়ে আলোচনা করুন। পারলে নিজেরা এই রকম প্রজেক্ট হাতে নিন।
ঢাকা শহরের এত এত লাখ লাখ ছাদ। স্রেফ কাপড় না শুকিয়ে সোলার প্যানেল বসানো কি যায় না?
আপনাদের উপরেই ছেড়ে দিলাম আলোচনার ভার।
[ অফ টপিকঃ নোটিশ বোর্ড , ব্লগিং করে মানুষের কাছে পৌঁছানো যায়, অনেকের সাথে তথ্য বিনিময় করা যায় জাতীয় বোল চাল মেরে ব্লগ খুলে যদি দেখাতে হয় ৪ লাখ হিটের ন্যাশনাল টিউবের জায়গায় কমে গিয়ে ১৩ হাজার হিটের কুপি বাতি, ইজ্জতের ফালুদা হওয়ার আগে একটা ওয়ার্নিং কি আশা করতে পারি না? সত্যিকারের দরকারী ও ভালো পোস্ট লিখতে পারবেন এমন মানুষকে ব্লগিংএ আগ্রহী করে তুলবো কি করে আপনারা যদি এই সব করেন? ৬০০ পোস্ট করে ১৩ হাজার রেস্পন্স ভালো লেখকদের নিরুৎসাহিত করাই তো স্বাভাবিক।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


