ক্লান্ত পথিক
স্মৃতির পাতায় হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত
পড়ন্ত বিকেল, এলো চুল, বকুল তলা
ফুটপাতে উদ্দেশ্যহীন হেঁটে চলা,
আকাশ ছোঁয়ার স্বপ্নের অনুপ্রেরনা
অভিযোগ, শাষন, অভিমান
চায়ের কাপের তৃপ্তির চুমুক
অপেক্ষার তেতো প্রহর,
অপরাধমাখা মিষ্টি হাসি,,,,,
আহা.,,,,
ক্লান্ত আমি, আমি এক ক্লান্ত পথিক।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




