ইউনুস স্যার আবার ঘোষণা দিছেন নোবেল পুরস্কার জিতনের। এইবার তিনি তেভাগা মডেল নিয়া আবার প্রতিযোগিতায় নামবেন। যেহেতু এই বার শান্তিতে পুরস্কার পাইছেন পরবর্তীতে কোন বিভাগে পাইবেন সেইটা নির্ধারণ করতে হইবো মনে হয়। আমি কম বুঝি এমনিতেই, তয় আমার মনে হয় সাহিত্যে দেওনের একটা চান্স আছে। কারণ এনজিওগো অনেক লেখালেখির বিষয় আছে। ঐ টার প্রস্তাবণারে সাহিত্য হিসাবে পুরস্কার অবশ্যই দেওন যায়! আমি এমনিতেই বাঙালী,অন্যের ভালো দেখতে পারি না। নিজে কোন কিছু না কইরাও অন্যের যে কোন কাজের সমালোচনা করনটা আমার অভ্যাস, যদিও আমি সামপ্রতিক সময়ে হওয়া উপলব্ধিতে চরিত্র পাল্টানের চেষ্টা করতেছি। বাঙালী থেইকা অন্য কোন জাতিতে পরিনত হওয়ার সংগ্রাম। আর তাই প্রশস্তি লিখিতেছি।
তেভাগা মডেল অনেক ভালো মডেল এই মডেল ব্যবহারে যেকোন গরীব মানুষ খুব শিঘ্রই ধণীতে পরিনত হইবেন। এই প্রকল্প অনেক টেকসই আর মজবুত, ঘুণে ধরে না, প্রতিকুল আবহাওয়াতেও একদম শির খাড়া কইরা দাঁড়ায়। আগের ক্ষুদ্র ঋণ পদ্ধতির চেয়ে এই পদ্ধতি অনেক বেশি কার্যকর আর অল্পতেই বেশি ফল পাওয়া যায়। দারিদ্র বিমোচন কেবল সামাজিক আন্দোলনই না, অধিকন্তু এইটা সাংস্কৃতিক আন্দোলনে পর্যবসিত হয়। হইছে না!? আমি নিশ্চিত হইছে, এইবার হইছে! আগামীতে এমনে আমাগো দেশ থেইকা সমানে নোবেল লরিয়েট বাইর হইবো। এইটাই হইতে পারে আমাগো জাতীয় আয়ের সবচাইতে বড় খাত। ইউনুস স্যার একটা ইন্সটিটিউট খুইলা দিতে পারেন আমাগো উন্নয়ণের লেইগা। (এই আইডিয়া যদি নোবেল পায় তাইলে সেইটাতে আমারো ভাগ লাগবো, আপনেরা সাক্ষী।) আর ইউনুস স্যার একটা বই লিখতে পারেন সহজ নিয়মে নোবেল প্রাইজ এই শিরোনামে। সেইটাতেও আবার নোবেল! এইটা নিশ্চিত সাহিত্যে! মার্ভেলাস!!!!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



