1.
সবচেয়ে ধনী রাজপরিবার
সৌদি আরবের রাজপরিবারই বিশ্বের সবচেয়ে ধনী রাজপরিবার। 1998 সালের এক জরিপে দেখা যায় এ রাজপরিবারের ব্যক্তিগত সম্পত্তির পরিমান 3200 কোটি মার্কিন ডলার।
2.
সবচেয়ে বড় রাজপরিবার
সবচেয়ে বড় রাজপরিবারের রেকর্ডটাও সৌদি রাজপরিবারের দখলে। এ পরিবারে আছেন 4200 জন যুবরাজ এবং 40000 এর মত অন্যান্য রাজপুরুষ!
3.
সর্বাধিক রাজরানীর মালিক
সোয়াজিল্যান্ডের রাজা তৃতীয় মাসওয়াতি ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশী রানীর অধিকারী। তাঁর পত্নী ও উপপত্নীর সংখ্যা 6 শত এর চেয়েও বেশী! ইতিহাস ঘেটে জানা যায় তার বাবা দ্বিতীয় সভুজা'রও ছিল 112 জন পত্নী।
4.
সবচেয়ে পুরনো রাজপরিবার
ধারনা করা হয় জাপানের বর্তমান রাজপরিবারটিই ইতিহাসের সবচেয়ে পুরনো রাজপরিবার। আনুমানিক 660 খ্রিঃ পূঃ থেকে এ রাজপরিবারটির পথচলা শুরু হয়ে আজ অবধি চলছে। মাঝখানে কেটে গেছে প্রায় আড়াই হাজারেরও বেশী সময়!
5.
বিপ্লবে নিহত সর্বাধিক রাজপরিবার সদস্য
1918 থেকে 1919 সালের মধ্যে বিখ্যাত রাশিয়ান বিপ্লবের সময় বলশেভিকরা রাশিয়ান রাজপরিবারের 15 জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন দ্বিতীয় জার নিকোলাস, জারিনা আলেকজান্ডার, তাঁর পাঁচ সল্পস্নান এবং ঐ পরিবারের আরো সাতজন। কোন বিপ্ট্নবে কোন একক রাজপরিবারের সর্বাধিক সদস্য এ বিপ্লবেই নিহত হয়।
6.
দুর্ঘটনায় নিহত সর্বাধিক রাজপরিবার সদস্য
1937 সালে 16 নভেম্বর বেলজিয়ামের অসটেন্ডের একটি বিমান দুর্ঘটনায় হেস রাজপরিবারের সাতজন সদস্যের মমর্ান্তিক মৃত্যু হয়েছিল। এদের মধ্যে আর্নেস লুডউইগ হেসে-এর শেষ গ্রান্ড ডিউক, তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং তিন নাতি নাতনী ছিলেন। একটি মাত্র দুর্ঘটনায় একসাথে এতজন রাজপরিবার সদস্য মৃত্যুর রেকর্ড আর একটিও নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




