আর ফেরা হবে না হয়তো...........
বহু কাঙ্খিত আলোর পথ আজ ভুল ঠিকানায় ছুটেছে
গন্তব্য খুজে পাবেনা হয়তো...
আদুরে জোৎনার রং গুলোতে কিছু দানবের থাবা পরেছে
জোৎনার অভিমান আর ভাঙবে না হয়তো...
তারা ঝলকানো আকাশের বুকে যেন বিষন্ন ছায়া ফেলেছে
চাঁদ টা আজ জাগবে না হয়তো...
ভালবাসা গুলো তিল তিল করে ঘৃনায় রুপ নিয়েছে
আর কখনো ফিরবো না হয়তো...
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



