ঝরে যায় বর্ষণ ক্লান্তিহীন,
মণ মোর নাচে তবু ছন্দহীন ...
খুজে বেড়াই যেন সেই চিরচেনা মুখ,
যে মোরে এনে দেবে একটুকরো সুখ ...
জানি সে যে আসবেনা কভু মোর দুয়ারে
ক্লান্ত দু'চোখ তবু খুজে মরে তারে ...
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



