স্বৈরাচারী খুনি শেখ হাসিনা এবার অবৈধভাবে ক্ষমতা জবর দখল করার আগে ২০০৭ সালে আরেক অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে মোটামুটি বৈধভাবে ২০০৮ সালে ক্ষমতায় আসার পর সময়ে "আ ত ম আবু নাসের" নামে এক সচিব একটি কবিতার বই লিখেছিলেন, বইটির নাম " একটি বাগানে ফুঁটেছিল অনেকগুলো লাল গোলাপ"।
এই বইতে শেখ মুজিব ও তার পরিবার ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যাঙ্গাত্বক একটি কবিতা ছিল, নাম ছিল- "আবু বোখারা"। এই কবিতায় শেখ মুজিবকে চিত্রত করা হয়েছিল "আলু বোখারা" নামের এক দেশের ভন্ড নেতা হিসেবে। আলু বোখারা দেশটি এমন-এই দেশের জনগন হুজুগে চলে, গুজবে ভর করে সেই দেশের অশিক্ষিত বেশিরভাগ জনগন। সেই সুযোগে সেই দেশে বাগ্মী এক নেতার আর্বিভাব হয়, যে কিনা তার কথার বাগ্মীতা দিয়ে অশিক্ষিত ঐ বোখারাবাসীকে বস করে নিজে দেশের ক্ষমতা দখল করে সবকিছু নিজের একছত্র নিয়ন্ত্রনে নিয়ে নেয়।
এই কবিতায় শেখ মুজিবের বড় ছেল শেখ কামালকে "কমালাকলি", জামালকে "জামকলি" ও ছোট ছেল রাসেলকে "রসকলি" নামে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল।
স্বৈরাচারী খুনি হাসিনার সেই সময়ের মোটামোটি বৈধ সেই সরকার এই বই লেখার অপরাধে রাষ্ট্রপতির মাধ্যমে "আ ত ম আবু নাসের" সাহেবের সরকারী চাকুরী (পদবী পূর্ন সচিব) থেকে অব্যাহতি দেয়, ওনার নামে দেশদ্রোহের মামলা করে গ্রেফতার করে আর "একটি বাগানে ফুঁটেছিল অনেকগুলো লাল গোলাপ"নামের উক্ত কবিতার বইটি বাংলাদেশের বাজারে প্রকাশনা ও বাজারজাত নিষিদ্ধ করে।
বাংলাদেশে এই রকম অনেক নিষিদ্ধ বই নীলক্ষেতে পাওয়া যায়। বিশেষকরে তসলিমা নাসরিনের নিষিদ্ধ সব বই-ই পাওয়া যায় নীলক্ষেতে। কিন্তু আমি গত পাঁছটা বছর নীলক্ষেত, বাংলাবাজার সহ দেশে অনেক চোরা বইয়ের বাজারে, এমনকি বিভিন্ন প্রকাশনীতে গোপনে যারা নিষিদ্ধ বই বিক্রি করে তাদের মাধ্যমে অনেক খোঁজাখুজির পরও বইটি কোন হদিস পাই নি। অনেক ওয়েব সাইট যারা অন লাইনে বই বিক্রি করে তাদের সাথেও অনেক যোগযোগ করেছি। কিন্তু কোন ভাবেই ঐ বইটির কোন কপি এমন কি কোন হদিস পর্যন্ত পাইনি।
তাই ব্লগার ভাই যারা নিয়মিত বই পড়েন ও কিনেন তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি, বইটি যদি আপনাদের কারো থেকে থাকে অন্তত একদিনের জন্য হলেও আমাকে দিন। আমি বইটি পড়ে আপনাকে ফেরত দিয়ে দিব। বা বইটি কোথায় পাব বা কার কাছে পাব তার একটি সন্ধান দিন। নেটে যদি কোন লিংক জানা থাকে সেটা জানালেও কৃতজ্ঞ থাকব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


