সুন্দর সব মানুষগুলোর ভাষা এত অমার্জিত কেন হবে?
বেশ কিছুদিন ধরে ব্লগটিতে অনিয়মিতভাবে ঢুঁ মারছি। অসাধারণ প্রাণবন্ত মানুষগুলোর মিলনমেলায় ঢুকে পড়তে কোন অজুহাতেই শেষমেষ নিজেকে আটকানো গেল না। এত প্রাণ এত প্রাণ আছে। এত কথা এত কথাও আছে।
আর কী ভীষণ অকপট এই তারুণ্য।
কিন্তু একটা জায়গায় সেই প্রথম দিন থেকেই হোচট খেয়ে খেয়ে চলছি।
ব্লগের বাংলা এতটা অমার্জিত কেন হতে হবে? সুন্দর কিছুর প্রকাশও তো সুন্দর হওয়ার কথা।
শুধু ব্লগ অবশ্য নয় বাংলা এখন সবখানেই এরকমভাবে ব্যহারের একটি খুব অস্বস্তিকর প্রবণতা এই সময়টার একটা বৈশিষ্ট্য সূচকে পরিণত হয়েছে বলা যায়। আমার মনে হয় এ নিয়ে একটা ঘোরতর বিতর্কের প্লাবন ঘটা দরকার।
পূনশ্চঃ
শামসুর রাহমান থেকে কয়েক লাইন :
এখন তোমাকে নিয়ে খেঙরার নোংরামি
এখন তোমাকে নিয়ে খিস্তি-খেউরের পৌষমাস!
তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো,
বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



