সংসার ধর্ম বড় তাই পারি না ছেড়ে যেতে। আমরা যারা “ভ্রমণ বাংলাদেশের” ভলেন্টিয়ার ছিলাম সবাই বিয়ে করে সংসারী হয়েছি।
তাই আগের মত ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারি না। তারপরও আবার চেষ্টা করছি ভ্রমণ বাংলাদেশকে এক্টিভ করতে। আশা করি
নতুন কিছু মুখ দ্বায়িত্ব নিবে। আমরা সব রেডি করে দিবো তারা শুধু সবাইকে নিয়ে সুন্দর একটা ইভেন্ট আয়োজন করবে। আশা করি
আবার আগে মতো জমে উঠবে “ভ্রমণ বাংলাদেশের আড্ডা
প্রাথমিক পরিকল্পনাঃ
জানুয়ারী- রস খেতে গাজিপুর / মানিকগঞ্জ
ফেব্রুয়ারী- ক্যাম্পিং গাজিপুর / পদ্মহেমধাম / শিমুল বাগানে সারাদিন
মার্চ- পাকুটিয়া ও বালিয়াটি জমিদারবাড়ি/ সাতছড়ির বনে
এপ্রিল- মুক্তাগাছা আর ময়মনসিংহে একদিন/ দোহার-নবাবগজ্ঞ
মে- মহামায়া ও খৈইয়াছড়ার খোঁজে / হামহাম ঝর্না ও শ্রীমঙ্গল
জুন- নিকলিতে সারাদিন / হাকালুকি হাওড়
জুলাই- স্বরুপকাঠির পেয়ারাবাগান / সীতাকুন্ড/ চলনবিল
আগষ্ট- ইটনা-মিঠামইন / আড়িয়াল বিল আর মাওয়া ঘাটে ইলিশ
সেপ্টেম্বর- সাদাপাথর ভোলাগঞ্জ / মায়াদ্বীপ/হামহাম ঝর্না
অক্টোবর- পানাম নগর আর সোনারগাঁও / উয়ারী-বটেশ্বর
নভেম্বর- চমচমের খোঁজে টাঙ্গাইল-মহেরা জমিদারবাড়ি-আতিয়া জামে মসজিদ- ভাষানীর বাড়ি-সাদাত কলেজ-/ লক্ষণসাহার জমিদারবাড়ি- মাধবদী জমিদারবাড়ি
ডিসেম্বর- বৈদ্দেরবাজার-বারদী আশ্রম-জ্যোতিবসুর বাড়ি- মুড়াপাড়া
জমিদারবাড়ি- জিন্দাপার্ক / কুমিল্লায় একদিন