প্রিয় দেশ মাতৃকা আমার,
কেমন আছো তুমি ?
কেমনই বা ছিলে বিগত দিনগুলোয় ?
কেমনই বা থাকো আজকাল ?
বিলক্ষন জানি, ভালো নেই তুমি
শত শকুনের নিয়ত নখরাঘাতে নিরন্তর বিদীর্ণ তুমি
কতটাই বা ভালো থাকতে পারো !
বাংলার বীরেরা আজ হায়েনা,
যার শহীদ হবার কথা ছিল শুধু তোমার জন্য
সেই আজ রক্তচোষা,
ভ্যাম্পায়ারও যেন লজ্জা পায় --
রক্ষাকারী যখন খুবলে খায় আমানত,
পাহারাদের হাতে যখন লুন্ঠিত ইজ্জত,
কীইবা করার থাকে কারো !!!
তবু তুমি ভালো থাকো নিরন্তর চাওয়া,
আশা সবের উপরে মাথা তুলে দাড়াবার, হবে কী পাওয়া।
এখনও হতাশ নই, জানি সুদিন আসবেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



