কতদিন ঝাপ দেইনি ঝিলের জলে,
কতদিন কাটিনা সাতার বানের জলে,
কতদিন বিলের জলে চোখ ভরে
দেখা হয়নি শাপলা-শ্যাওলা-কচুরিপানা,
কতদিন ডুব দিয়ে তুলিনি কোন শালুক,
কতদিন চাদনী রাতে পুকুর ঘাটে বসে
দেখা হয়নি ভরা পূর্ণিমা, অথবা অমানিশা আধার।
আজ বড় বেশি যান্ত্রিক জীবন,
বিলের জলের শাপলা দেখি ফেসবুকের ওয়ালে,
কেউ যদি দয়া করে পোস্ট দেয়
কোনবা চাদনী রাতের মায়াময় ছবি,
অথবা, ঝিলের জলে প্রিয়ার প্রতিবিম্ব,
অথবা, বাতাসে ওড়া প্রিয়ার কালো চুল,
অথবা, উড়ে চলা প্রজাপতি, জোনাকির আলো,
আমরা ঝাপিয়ে পড়ে লাইকে লাইকে ভরিয়ে তুলি।
কতটা যান্ত্রিক হলে
ভার্চুয়াল রিয়েলিটিতে এমন মজে থাকি,
মাঝে মাঝে সত্যিই অবাক হই
সামান্য ক বছরে এতটা বদলায় জীবন!
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



