ভুল করে কেন যে বারবার ভুলের কাছেই ফিরে আসা,
এমনতর ভুলে ভরা ক্ষণ উপহার দেয় বারবার, কোন সে আশা...
মার্জিত ভাবে উপস্থাপিত কোন অমার্জিত ভুলের মাধ্যমে
আসলেই কী উপার্জিত হতে পারে কিছু................?
দ্বিধা-দ্বন্দের সমীকরন মেলেনা
শুধুই যেন যোজন যোজন দূরত্ব রচনা..........
কন্টকারণ্যে বসেও যে শুধু আমারই জন্য বাজায় বীনা
তার ঋণ শোধে কোন কিছুই কী যথেষ্ট?
তারপরও কেন,
সিদ্ধান্তের মাঝে আসে যে সিদ্ধান্তহীনতা,
তার অনুসিদ্ধান্ত মেলাতে ব্যর্থ হই,
কষ্টার্জিত প্রাপ্তির মাঝেও ভুল হিসাব নিকাশ
এলোমেলো কেন করে জীবনের সাতকাহন?
ইদানিং,
জীবনের অনেক হিসাবই এলোমেলো,
অথবা, বড় বেশি অন্যরকম মনে হয়।
জীবন পথের এতটা পথ পাড়ি দিয়ে,
সবশেষে আবারও কেন মনে হয়
জীবন পথের পরিক্রমা, পুরোটাই যেন ভুল,
ভুল বৃন্তে ফুটিয়ে যাওয়া ফুল
পরিনামে যেন পরিহাসে পূর্ণ জীবন !!!
যেন ভুল ব্যকরনে বিন্যস্ত কোন অবিন্যস্ত জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



