

নবীর প্রথম স্ত্রী খাদিজার মেয়ের নাম ফাতিমা ৷ফাতেমার স্বামীর নাম অালী ৷এই অালী অাবার নবী মুহাম্মদের অাপন চাচাতো ভাই ৷নিজের চাচাতো ভাইয়ের মেয়ে কে বিয়ে করেছিলেন অালী ৷মুহাম্মদের মৃত্যুর পর যারা ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছিলেন ,তাদের বলা হয় খলিফা ৷অালী হলেন তাদের একজন এবং তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ৷ইসলামের প্রথম খলিফার নাম অাবু বকর এবং তিনি ছিলেন মুহাম্মদের ছোট স্ত্রী অায়েশার পিতা ৷
হযরত মুহাম্মদের মৃত্যুর পরের দিন থেকেই খলিফা (রাষ্ট্র প্রধান) নির্বাচনে বিরাট সমস্যা দেখা দেয় ৷নবীর মেয়ে ফাতেমার স্বামী অালী ছিলেন খলিফা হওয়ার অন্যতম দাবিদার অাবার মুহাম্মদের অন্য দুই মেয়ে রোকেয়া এবং কুলসুম কে বিয়ে করেছিলেন উসমান তাই উসমানও খলিফা হওয়ার দাবি রেখেছিলেন ৷ ঘটনা এতই জটিল হয়ে ওঠে যে হযরত মুহাম্মদ মারা গেলেন , এই কষ্টের ঘটনা থেকেও বড় অালোচনার বিষয় হয়ে উঠলো ,কে হবে খলিফা ৷এমন সময় উমর ঘোষনা দেন ,অাবু বকর হবে ইসলামের প্রথম খলিফা৷উমরের অাবু বকরকে খলিফা ঘোষনা করার বিষয়টির চরম বিরোধিতা করেন অনেকেই ৷যাদের দু জন ছিলেন ফাতেমা এবং তার স্বামী অালী ৷ মূলত এই বিরোধিতা থেকেই জন্মনেয় শিয়া সুন্নি মতবাদ ৷অালীর পক্ষে যারা ছিলেন তারা হলো শিয়া ৷নবীর সব থেকে কনিষ্ঠ স্ত্রী অায়েশার পিতা অর্থাৎ ইসলামের প্রথম খলিফা অাবু বকর রাষ্ট্র প্রধান হওয়ার পর নবীর মেয়ে ফাতেমা ও তার স্বামী অালীর বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিলেন ৷ অালী পালিয়েছিলেন ,কিন্তু অাহত হয়ে মারা গেলেন ফাতেমা ৷প্রিয় পাঠক প্রসঙ্গত বলে রাখি ,এই ঘটনা ঘটেছিলো নবীর মৃত্যুর এক বছরের মধ্যে ৷তাহলে দেখুন ইসলামে তখন থেকেই নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা ছিলো ৷ইসলামের প্রথম চার খলিফার মধ্যে তিন জন নিহত হয় নিজেদের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলার কারণে ৷এমনি মজার বিষয় হলো ইসলামে উটের যুদ্ধ নামে একটি যুদ্ধের ইতিহাস অাছে ,এই যুদ্ধটি হয়েছিলো নবীর সস্ত্রী অায়েশা ও নবীর চাচাতো ভাই এবং নবীর মেয়ের জামাই অালীর মধ্যে ৷
খলিফা অালী ,খলিফা উসমান ,খলিফা উমর সবাই অাততায়ির হাতে খুন হন ৷
মহাম্মদের সব থেকে কাছের মানুষ ছিলেন মুয়াবিয়া তিনিও মুসলমান ছিলেন এবং খলিফা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন ৷তার পুত্রের নাম ইয়াজিদ , একদিন তারও খলিফা হওয়ার ইচ্ছে জাগে অার এই ইচ্ছেতেই মুহাম্মদের বংশের সবাই মারা যায় ইয়াজিদের হাতে ৷
ইসলামের ইতিহাসের এই কথাগুলি সহজ ভাবে বলার চেষ্টার কারণ হলো যারা মনে করেণ দেশে ইসলামি শাসন কায়েম হলেই দেশ সম্পূর্ন শান্তিতে থাকবে তারা অাসলে বিশাল ভুলের মধ্যেই অাছেন ৷ইসলামের ইতিহাসের শুরু থেকেই এক ইসলামি জাত অন্য ইসলামি জাত কে পছন্দ করতো না যা অাজও অাছে ৷
যে কারণে অাজও পাকিস্তানে ,ইরাকে ,সিরিয়ায় শিয়া মজসিদে সুন্নি বোমা ফাটায় ,সুন্নি মজসিদে ওহাবি তান্ডব চালায় ৷
একাধিক মতাদর্শের জঙ্গি বাংলাদেও অাছে তাদের শিকর বাকর বেড়ে ওঠার অাগেই কেটে ছেটে বাংলাদেশ কে নিরাপদ অাশ্রয় বানানো হোক ৷ (সংগৃহীত:সুত্র-https://web.facebook.com/groups/399732043551750/?ref=nf_target&fref=nf)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




