উত্তরের আকাশে আমপাতার ফাঁকে যে
বেহ্যায়া তারা মিটি মিটি করছে,
খানিক বাদে হয়তো লজ্জায় মিলিয়ে যাবে
চলো লজ্জার মুখকে খামচে লাল করে দেই
আমপাতার ফাঁকে যে মিটি মিটি লজ্জা
ওকে মুড়িয়ে দেই গণিত খাতার মলাট দিয়ে
বিশ্বাস করো ইচ্ছা খাতার পাতায়
আমি আর ভূমিকা লিখবো না!
আমি অলসতায় আজ খুব ক্লান্ত
বার বার ঘুম ভেঙ্গে যাচ্ছে আলোর শব্দে
বৈশাখী ঝড়ে তাল মিলাবো বলে
কবে বৈশাখ? কবে বৈশাখী ঝড়?
অপেক্ষাকে কামড়ে দিতে ইচ্ছা হয়,
ওকে বোঝাও, ওকে বলো,
আমি আর অলস নই
আমি ঝড়ের মতো চঞ্চল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



